Header Ads

অসুস্থতার প্রহর গুনছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

চার দেয়ালের মাঝে অনেকটাই বন্দী জীবন কাটাচ্ছেন বর্ষীয়ান এই অভিনেতা। এ যেন চলচিত্রের রঙিন নবাবের সাদা কালো এক অধ্যায়। বছরখানেক আগেও অ্যাকশন মুভিতে  ভূমিকা পালন করেছেন এই শক্তিশালী অভিনেতা। কিন্তু শারীরিক অসুস্থতায় আনন্দমুখর দিনগুলো যেন সুদূর অতীত। এখন দিন কাটে বই অথবা পত্রিকায় নতুবা চার কোনা বোকা বাক্সে। চলচিত্রের রূপালি জগতে প্রবীর মিত্র এর  সূচনা ৭০ এর দশকে জলছবির মাধ্যমে। এরপর দ্যুতি ছড়িয়েছেন অনেক ছবিতে।
ছবিঃ আরিফ আহমেদ
bdnews24.com
অনেক সুখস্মৃতিই রয়েছে জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেতার। তবে বার্ধক্য আবর অসুস্থতায় ইতি হয়েছে ৪ যুগের ক্যারিয়ারের। যদিও প্রবীর মিত্রের শেষ চলচিত্র বৃদ্ধাশ্রম এখনও রয়েছে মুক্তির অপেক্ষায়। চলছে ডাবিং এর কাজ।
সকল অসুস্থতা কাটিয়ে ভালো থাকুক প্রিয় অভিনয় শিল্পীটি।
সুস্থ্য থাকুক, দীর্ঘজীবি হোক।

প্রবীর মিত্রের কিছু চলচিত্রঃ
প্রবীর মিত্রের চলচিত্র দেখতে ক্লিক করুন।

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.